ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
দিনাজপুরে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

দিনাজপুর: দিনাজপুরে জামায়াতের ৩১ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এর আগে সকালে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য জেলার খানসামা, বীরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকে একত্রিত হয়ে দীপ প্রমদা (দিনাজপুর জ-০৫-০০৩০) নামে একটি বাসে করে শহরের গোর-এ শহীদ মাঠে নামেন তারা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। তবে আটক কারো নাম ও ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীরা জেলা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন বলে গোপন সূত্রে জানতে পারি। পরে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হতে শুরু করলে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বাসসহ ৩১ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।