ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ছোটবাসালিয়ায় পদযাত্রার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, কারাবন্দিসহ সব রাজবন্দিদের মুক্ত করব।

এ সময় বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাহ মিয়াসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।