ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
বরিশালে বিএনপির ঝাড়ু মিছিল

বরিশাল: অর্থ-বাণিজ্যের মাধ্যমে জাতীয় পার্টির নেতাদের দিয়ে কমিটি গঠনসহ নানা অভিযোগে বিক্ষোভ সমাবেশ, ঝাড়ু মিছিল ও বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে আগুন দিয়েছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতারা।

রোববার (১২ জানুয়ারি) সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধরা জানান, গত ২৮ জানুয়ারি উত্তর জেলা বিএনপির নেতারা ফেসবুকের মাধ্যমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং গৌরনদী পৌর বিএনপির কমিটি গঠন করে।

কমিটিতে বিএনপির কোনো ত্যাগী নেতাদের স্থান না দিয়ে জাতীয় পার্টির নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় দ্রুত কমিটি বাতিলের দাবি জানান বিক্ষুব্ধরা।

আগৈলঝাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দুই উপজেলার বিএনপি নেতাসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।