ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নিজেদের রাষ্ট্রপতি বি. চৌধুরীকে বিএনপি পালাতে বাধ্য করেছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
‘নিজেদের রাষ্ট্রপতি বি. চৌধুরীকে বিএনপি পালাতে বাধ্য করেছিল’ কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত সভায় ওবায়দুল কাদের | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপি নিজেদের রাষ্ট্রপতি বি চৌধুরীকে (একিউএম বদরুদ্দোজা চৌধুরী) পালিয়ে যেতে বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বি. চৌধুরী এখনও বেঁচে আছেন; নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে বিএনপি বাধ্য করেছিল রেললাইন ধরে পালিয়ে যেতে।

বি চৌধুরীর মতো রাষ্ট্রপতি সহ্য হয়নি। তারা চেয়েছিল ইয়াজউদ্দিনের মতো ইয়েস উদ্দিনকে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সংঘাতের বদলে ‘শান্তি সমাবেশ’ করছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, এই সিটিতে একটা জায়গাতেও আওয়ামী লীগ সংঘাতের উস্কানি দেয়নি। বরং বিএনপি সংঘাত শুরু করেছে। বেশ কয়েকটি জেলায় আগুন সন্ত্রাস শুরু করেছে।

বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, চোরের মায়ের বড় গলা। বিএনপির এই পদযাত্রাকে তারা পতনযাত্রায় নিয়ে যাবে।

তিনি বলেন, তেরো-চৌদ্দ সালে আগুন-সন্ত্রাস করে বিএনপি প্রমাণ করেছে তারা নব্য রাজাকার। তাদের আমলে আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ নাসিমকে রাস্তায় পেটানো হয়েছে।

কৃষিবিদ ইনিস্টিউটের সভাপতি শহিদুল আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩  
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।