ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল তৈরি করে রেখেছে: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল তৈরি করে রেখেছে: সাকি

ঢাকা: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন (ছাত্রলীগ) একটি করে টর্চার সেল তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে নিজের কর্তৃত্ব করে যাচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উচ্চশিক্ষা নিতে এসে ছেলেমেয়েরা কী দোষ করেছে? শিরোনামে নিরাপদ ক্যাম্পাস চাই! শীর্ষক ছাত্র-অভিভাবক-শিক্ষক-নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দেশের শিক্ষার্থীদের মাঠে নেমে স্বৈরাচারী শাসকদের মোকাবিলা করার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা বিভিন্ন সময়ে নানানভাবে নির্যাতনে শিকার হয়েছি। আজ সময় এসেছে আমাদের সবাইকে একসঙ্গে ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনাদের আহ্বান করবো সবাইকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।  

আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে উকিল আব্দুস সাত্তার খুঁজে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব) আমসা আমীন, অধ্যপক দিলারা চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসীন রশীদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম দাস, গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।