ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

ঢাকা: আগামী ২৫ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এ পদযাত্রা কর্মসূচি।

ঢাকা বিভাগে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিরিন সুলতানা, মানিকগঞ্জ আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুর গয়েশ্বর চন্দ্র রায়, নারায়ণগঞ্জ ড. আব্দুল মঈন খান, টাঙ্গাইল অ্যাডভোকেট আহমদ আযম খান, মুন্সিগঞ্জ অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

কুমিল্লা বিভাগ
কুমিল্লা দক্ষিণ বরকত উল্লাহ বুলু, কুমিল্লা উত্তর হাবিব-ঊন-নবী খান সোহেল, চাঁদপুর ড. আসাদুজ্জামান রিপন, ব্রাহ্মণবাড়িয়া মোস্তাক মিয়া।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ দক্ষিণ নজরুল ইসলাম খান, জামালপুর আব্দুল আউয়াল মিন্টু, নেত্রকোনা অ্যাডভোকেটর ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তর সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শেরপুর মোস্তাফিজুর রহমান বাবুল।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম উত্তর আব্দুল্লাহ আল নোমান, বান্দরবান শামসুজ্জমান দুদু, চট্টগ্রাম দক্ষিণ আবুল খায়ের ভূঁইয়া, নোয়াখালী মো. শাহজাহান, ফেনী ভিপি জয়নাল, রাঙামাটি মাহবুবের রহমান শামীম, খাগড়াছড়ি মীর মো. নাসির উদ্দিন, লক্ষ্মীপুর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কক্সবাজার লুৎফর রহমান কাজল।

বরিশাল বিভাগ
বরগুনা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তর অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল দক্ষিণ মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ভোলা ব্যারিস্টার কায়সার কামাল, ঝালকাঠি ডা. রফিকুল ইসলাম।

রাজশাহী বিভাগ
নওগাঁ মিজানুর রহমান মিনু, পাবনা অধ্যাপক শাহজাহান মিয়া, বগুড়া বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, রাজশাহী হারুন-অর-রশিদ যুগ্ম, চাঁপাইনবাবগঞ্জ কর্নেল (অব.) আব্দুল লতিফ, নাটোর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়পুরহাট মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জ অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রংপুর বিভাগ
ঠাকুরগাঁও আমান উল্লাহ আমান, দিনাজপুর ডা. এ জেড এম জাহিদ হোসেন, গাইবান্ধা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রংপুর হেলালুজ্জামান তালুকদার লালু, পঞ্চগড় ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাট আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম শামসুজ্জোহা খান, সৈয়দপুর আনিসুজ্জামান বাবু, নীলফামারী ব্যারিস্টার রুমিন ফারহানা।

ফরিদপুর বিভাগ
রাজবাড়ী ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, ফরিদপুর শামা ওবায়েদ, মাদারীপুর জহুরুল ইসলাম শাহজাদা মিয়া।

খুলনা বিভাগ
মাগুরা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যশোর জয়নুল আবেদীন ফারুক, নড়াইল ড. মামুন আহমেদ, মেহেরপুর অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়া অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, খুলনা আজিজুল বারী হেলাল, সাতক্ষীরা রাশেদা বেগম হীরা, বাগেরহাট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঝিনাইদহ অ্যাডভোকেট আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

সিলেট বিভাগ
হবিগঞ্জ আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার ড. এনামুল হক, সিলেট খন্দকার আবদুল মুক্তাদির, সুনামগঞ্জ ডা. সাখাওয়াত হাসান জীবন।

এছাড়া বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।

বিজ্ঞপ্তিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আগামী ২৫ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি সফল করে ১০ দফার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।