ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর জেলা বিএনপির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফরিদপুর জেলা বিএনপির পদযাত্রা

ফরিদপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।  

পদযাত্রার আগে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষক দলের খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।
 
এদিকে একইসময়ে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একই কর্মসূচির অংশ হিসেবে পৃথক আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে তারা জনতা ব্যাংকের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের নবগঠিত কমিটির বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।