ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রমজানের ঈদের পর সরকার পতনের একদফা: বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
রমজানের ঈদের পর সরকার পতনের একদফা: বুলু

কুমিল্লা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আগামী রমজানের ঈদের পর সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই এ কর্মসূচির ডাক দেবেন, আমরা তখন কঠোর আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়ব।  

শনিবার (৪ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দেশবাসীকে নিয়ে চূড়ান্ত আন্দোলন করা হবে।  

মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ আছে বলেই সরকার ভয়ে আছে। দেশবাসী আমাদের সঙ্গে আছে। তাই আমাদের আন্দোলন সফল হবেই।

এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর- রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠুসহ ছাত্রদল নেতারা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।