ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকাসহ ৯ মহানগরের থানায় থানায় পদযাত্রা করলো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ঢাকাসহ ৯ মহানগরের থানায় থানায় পদযাত্রা করলো বিএনপি

ঢাকা: দেশের সব মহানগরের থানা পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো।  

শনিবার (৪ মার্চ) দিনব্যাপী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে এ কর্মসূচি পালন করে তারা।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর থানা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

ভাটারার পদযাত্রা শুরুর আগেই দুপুর সাড়ে ১২টায় নতুন বাজার ১০০ ফিট রোড থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পরে একই জায়গায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করে। এছাড়া দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেফতার বলে অভিযোগ করে বিএনপি।  

উত্তরা পূর্ব থানার পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমান উল্লাহ আমান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন।  

যাত্রাবাড়ীতে পদযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে নবী উল্লা নবীসহ মহানগর নেতারা অংশ নেন।

বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট মহানগর বিএনপির কার্যালয় থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্দিক বাজার গিয়ে শেষ হয়। বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, সদস্য আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফরু, থানা বিএনপি নেতা তাজ উদ্দিন তাইজু, কাউন্সিলর মামুন আহমেদসহ নেতারা উপস্থিত ছিলেন।

পল্লবীর পদযাত্রায় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে  মহানগর সদস্য সচিব আমিনুল হকসহ নেতারা অংশ নেন।  

শাহবাগ থানার পদযাত্রায় মির্জা আব্বাসের নেতৃত্বে মহানগর উত্তরের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুসহ নেতারা অংশ নেন।  

পল্টন থানার পদযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ মহানগর নেতারা অংশ নেন।

শ্যামপুর থানা বিএনপির পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম প্রমুখ।  

নিউমার্কেট থানা বিএনপির পদযাত্রায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারসহ নেতারা অংশ নেন।

দক্ষিণখান থানায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, থানা আহবায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন প্রমুখ নেতৃত্ব দেন।  
 
চকবাজার থানার পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি নেতা হাজী টিপু সুলতান, শহিদুল ইসলাম বাবুল, হাজী শফিকুল ইসলাম রাসেল, হুমায়ুন কবির প্রমুখ।  

কোতোয়ালি থানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হোসেন ও মহানগর সদস্য মোহাম্মদ নাজিম নেতৃত্ব দেন।  

বাড্ডা থানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, মহানগর নেতা এজিএম শামসুল হক, তাজুল ইসলাম, থানা যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাবু, এমদাদুল হক এমদাদ নেতৃত্ব দেন।

মোহাম্মদপুর থানায় পদযাত্রা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদের নেতৃত্বে বিএনপির শুক্কুর মাহমুদ, এনায়েতুল হাফিজ, অ্যাডভোকেট সারোয়ার হোসেন সাকিফ, এম এস আহমাদ আলী, জামাল হোসেন টুয়েল, অ্যাডভোকেট মাসুম খান রাজেশসহ নেতারা অংশ নেন।  

ধোলাইখালে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও বদরুল আলম সবুজ।

এছাড়া মহানগরের অন্যান্য থানায় মহানগর উত্তর ও দক্ষিণ নেতারা অংশ নেন।

এদিকে কামরাঙ্গীরচর থানার কর্মসূচিতে অংশ নিতে গেলে ঝাউচর এলাকায় পদযাত্রা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ লাঠিসোটা নিয়ে হামলা-ভাঙচুর করে। এতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। তার গাড়ির চালকসহ ৩০ জনের মতো নেতাকর্মী আহত হন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।