ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মৃত ইস্যু: সেলিম মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মৃত ইস্যু: সেলিম মাহমুদ

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করার দাবি একটি মৃত ইস্যু, এর কোনো সুযোগ নেই। তারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করে বাতিল করেছে।

যার কারণে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ সংবিধান সংশোধন করেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর নেই। পাকিস্তান ছাড়া পৃথিবীতে আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।  

শনিবার (৪ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য তৃনমূল আ.লীগকে সু-সংগঠিত থাকতে হবে এবং এ জন্যই আমাদের এই কর্মসূচির আয়োজন।

উঠান বৈঠক যোগদানের আগে সেলিম মাহমুদ হোসেনপুর গ্রামে অবস্থিত সাবেক সাংসদ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের কবর জিয়ারত করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন।

সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মুজমদার জয়, উপজলো ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামীম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বায়েজীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।