ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আ.লীগের মুখোশ ফের উন্মোচিত: মির্জা ফখরুল 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আ.লীগের মুখোশ ফের উন্মোচিত: মির্জা ফখরুল 

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো।  

শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই নির্বাচন বাতিল করে পুনরায় তা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।  

মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে নির্বাচনী ব্যবস্থায় শেষ পেরেকটি ঠোকা হলো।  

তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়। বিগত ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে আগে তা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে।

তিনি আরও বলেন, এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসন করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, দেশের সাধার মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ ভরসাস্থল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা (আওয়ামী লীগ) নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। কিন্তু নির্বাচনের নামে সেখানে প্রহসন করা হলো।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।