ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের দুর্নীতির বিচার হবে: ডা. জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আ.লীগের দুর্নীতির বিচার হবে: ডা. জাহিদ

রাজশাহী: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ এফ এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির মুখেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। এরপরই নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই আওয়ামী লীগের দুর্নীতি ও খুন গুমের বিচার করবে।

১০ দফা দাবিতে শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডা. জাহিদ বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তাই বিএনপির এ দূর্গ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এ আন্দোলনের মুখে সরকার গদি ছাড়তে বাধ্য হবে। বর্তমান সংসদ বিলুপ্ত হবে, নিরপেক্ষ সরকার গঠিত হবে, নির্বাচন কমিশন হবে এবং  জনভোটে জাতীয় সরকার গঠন করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শুধু এখন নয়, এবার রোজায় আন্দোলন হবে, ঈদে আন্দোলন হবে। বর্ষাতেও আন্দোলন হবে। এ বছরই শেখ হাসিনার শেষ বছর হবে। তবে পাশেই রাজশাহীর সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে যাতে আওয়ামী লীগের ক্রিমিনালরা ভারতে পালাতে না পারে সেই বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুনুর রশিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।