ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাপা নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
সিলেটে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাপা নেতা

সিলেট: সিলেটে জিলাপি তৈরির কড়াইয়ের মধ্যে পড়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা দগ্ধ হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাজিদ বক্স লিমনকে (৫২) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।

আহত তাজিদ উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসি গ্রামের বাসিন্দা ও উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারি স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ। এ নিয়ে ইফতারের আগ মুহূর্তে ছুরাবের সঙ্গে তাজিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদের জিলাপি তৈরি করার কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হন তাজিদ। এ ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুরে হাইওয়ে পুলিশের (ওসি) পরিমল চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আমরা ঘটনারটি দেখছি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।