ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সড়ক দুর্ঘটনা দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সড়ক দুর্ঘটনা দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই: ওবায়দুল কাদের সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: সড়ক দুর্ঘটনা নিয়ে তাঁর মন্ত্রণালয়ের সফলতা ও ব্যর্থতা বিচার করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

পৃথিবীর সব দেশে সড়ক দুর্ঘটনা হচ্ছে উল্লেখ করে তা দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কিনা- এ প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একটু কি খবর নিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতোগুলো অ্যাকসিডেন্ট হয়, কতলোক মারা যায়? গতকাল সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেলো। এটা নিয়ে আপনি কি বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ব্রাস্ট হয়েছে, এটা হতেই পারে। এরকম অ্যাকসিডেন্ড হতেই পারে। একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ সরকারের আমলে উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এতো সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই। যেখানে সাফল্য বেশি সেটাকে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে। সৌদিতে দুর্ঘটনায় ২০ জন মারা যাওয়ায় সেখানে কেউ কিছু বলেছে বলে শুনিনি। ভারতে প্রতিদিন কতো মানুষ মারা যাচ্ছে। অ্যাকসিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার করা সঠিক নয়।

এ সময় আরপিও সংশোধন প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় কোনো প্রস্তাব আসলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়। এরপর চূড়ান্ত অনুমোদন হয়। আরপিও সংশোধনের যে প্রস্তাব সেটা গতকাল নীতিগতভাবে অনুমোদন হয়েছে। চূড়ান্ত অনুমোদন হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে চূড়ান্ত বলার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের ভেটিং হওয়ার পর চূড়ান্ত হয়। চূড়ান্ত অনুমোদনে আপনারা যা শুনছেন- তা নাও তো হতে পারে।

এ সময় আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি। বাংলাদেশ ব্যতিক্রম নয়, আমাদের এখানে কিছু দ্রব্যেরমূল্য কমতে শুরু করেছে, আরও কমবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।