ঢাকা: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামছুজ্জামান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন ভিক্টিমস নেটওয়ার্ক এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোগী গোলাম মাহফুজ জোয়ার্দার এই আইন সংশোধন নয়, পুরোপুরি বাতিলের দাবি করে সব ভুক্তভোগীর ক্ষতিপূরণ দাবি করেন।
তিনি মিথ্যা মামলাকারীদের সাজারও দাবি করেন। তিনি বলেন, মানুষের পক্ষে কথা বলা, লুটেরা, পাচারকারী, দুর্বৃত্তদের বিপক্ষে বলা কেবলমাত্র বাংলাদেশে অপরাধ। এটা চলতে দেওয়া যায় না।
প্রফেসর আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের ইতিহাসে জঘন্য একটি আইন। এই আইন তৈরি করা হয়েছে যারা অত্যাচার করে, যারা শোষণ করে, যারা দুর্নীতি করে, সেই শাসক শ্রেণীকে রক্ষার জন্য।
শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা সংহতি জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও তার জুলুম, নিপীড়ন, পাচার, লুটপাট কিছুই কমবে না। সরকারের জবাবদিহিও লাগবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কেউই এ আইনে নিরাপদ নন, আমরা সেটা ভাবি বা না ভাবি। এসব করে আইয়ুব, এরশাদ- কোনো স্বৈরাচারই গণঅভ্যুত্থান ঠেকাতে পারেনি। এই সরকারও পারবে না।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, ৫৭ ধারার সকল বিধি আরও জনবিরোধী করে সুকৌশলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাখা হয়েছে। এটি স্পষ্টতই জনগণ ও হাইকোর্টের সঙ্গে প্রতারণা।
ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী ইমতিয়াজ আহমেদ কাজল, এন ইউ আহমেদের পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনের দক্ষিন মহানগর সমন্বয়ক সাধনা মহল, ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান রিচার্ড, গণপরিষদ আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিমউদদীন রাজা মানববন্ধনে বক্তব্য রাখেন। এ আইনের কারাভোগী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া মানববন্ধনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোগীদের পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আরএইচ