ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
খুলনায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ ধান কেটে দিল ছাত্রলীগ, খুলনা

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে ফসলের মাঠে নেমেছে খুলনা জেলা ছাত্রলীগের একঝাঁক নেতা।

শুক্রবার (২৮ এপ্রিল) দিঘলিয়ার ভাষার বিলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন।

এ সময় কৃষকের প্রায় ৩ কাঠা জমির ধান কেটে দেয়  ছাত্রলীগ নেতাকর্মীরা।

শ্রমিক সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় থাকা কৃষক ইয়াজুল শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার বলেন, এ মাসে তীব্র গরম, ঝড় বৃষ্টিসহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা কৃষকের ধান কেটেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মো. ইসমাইল মৃধা ইমন, সজিব হাসান, বি এম হাবিব, মুন্না ফকির,হাসিবুর রহমান, রাতুল ইসলাম, মিরাজুল ইসলাম বাধন, রেজোয়ান আহমেদ ইমন, সুমন মোল্লা, সিফাত হাসান ও আবরার ফাইয়াজ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল২৮, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।