ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ গুম, খুন করার অধিকার কি সংবিধান দিয়েছে? রাতের ভোট করার অধিকারও সংবিধান দেয়নি। তাই এখনও সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শনিবার (১৭ মে) দুপুর আড়াইটায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবকিছুর বিনিময়ে সরকার ক্ষমতায় আসতে চায়। তাই এখন বিদেশে ধরনা দিচ্ছে। জনগণের আন্দোলন কোনো শক্তিই থামাতে পারে না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর একটিই কারণ সেটি হলো, তার জনপ্রিয়তা। মিথ্যা মামলা-হামলা করে জনপ্রিয়তা কমানো যাবে না।
তিনি বলেন, সরকারের একের পর এক মিথ্যাচার জনগণের কাছে ফুটে উঠেছে। লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। দূতাবাসের মাধ্যমে একটি পেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলানোর চেষ্টা করা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এটি বলে জনগণকে বিভ্রান্ত করছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
টিএ/এমজেএফ