রাজশাহী: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ের ব্যাপারে অনেকটাই নির্ভার নৌকার মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরও দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু থেকেই মাঠে সরব রয়েছেন আওয়ামী লীগের এ হেভিওয়েট নেতা।
এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন বাকি তিন মেয়রপ্রার্থী। কার্যত এখন পর্যন্ত নূন্যতম কোনো কর্মসূচি নজরে আসেনি তাদের। তাই বাতাস লেগেছে নৌকার পালে। তারপরও অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভেদ ভুলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের জয় সুনিশ্চিত করতে রাজশাহীতে একাট্টা হয়েছে ১৪ দলীয় জোট।
এবারের প্রচারণা আরও জোরালো করতে তাই আগামী ২৫ মে রাজশাহীতে কর্মী সভা করতে চায় ১৪ দল। মঙ্গলবার (২৩ মে) রাতে নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফার মতো বৈঠক করেন ১৪ দলের নেতারা। আর ওই বৈঠকে এ কর্মী সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটি নির্বাচন উপলক্ষে ১৪ দলের ওই বৈঠক মঙ্গলবার রাত ৮টায় রাণীবাজারে থাকা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন।
সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের অন্যতম সমন্বয়ক ও রাজশাহী নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২ জুন বিকেল ৪টায় ১৪ দলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আজ ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আখতার জাহান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামাণিক, জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রদীপ মৃধা, সাম্যবাদী দলের সম্পাদক এস এম ওমর ফারুক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন, আব্দুল মমিন, নাজমুল করিম অপু, জাসদ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক গাজী মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। তাই শেষ দিন পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর সিটি করপোরেশনের মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত চারজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপফুল) রয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসএস/আরবি