ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেনবাগে বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৩১, ২০২৩
সেনবাগে বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেপ্তার ইসমাইল

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে আসামিকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

 

একইদিন ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার ইসমাইল একই উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বলে জানা গেছে।

পুলিশ জানায়, ইসমাইলের বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মারাধরসহ সাতটি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।  

জানান, বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।