ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নটরডেম কলেজের সামনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
নটরডেম কলেজের সামনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

ঢাকা: তীব্র গরম এবং লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করে ঢাকা জেলা বিএনপি। তবে নটরডেম কলেজে সামনে এলে পুলিশ বেরিকেড দিয়ে মিছিলে বাধা দেয়।

 

পরবর্তীতে নটরডেম কলেজের ফুট ওভার ব্রিজের নিচের রাস্তায় বিএনপির মিছিল অবস্থান করে এবং বক্তব্য দেয়।  

বৃহস্পতিবার (৮ জুন) দুপর পৌনে ১টার দিকে ঘটেছে এ ঘটনা।  

'অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে; বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি  প্রধান করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী।  

এরআগে মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।

তিনি বলেছিলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান এবং স্মারকলিপি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ইএসএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ