ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটের উন্নয়নে আনোয়ারুজ্জামানকে প্রয়োজন: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
সিলেটের উন্নয়নে আনোয়ারুজ্জামানকে প্রয়োজন: নানক

সিলেট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এ সিলেটের মাটি নৌকার ঘাঁটি। এ মহানগরীর উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো সৎ, যোগ্য ও কর্মঠ মানুষের প্রয়োজন।

তিনি বলেন, সিলেট নগরবাসীর উন্নয়নে, জলাবদ্ধতা, মশাসহ অন্যান্য সমস্যা সমাধানে যত কোটি টাকার প্রয়োজন আনোয়ারুজ্জামান চৌধুরী সরকারের কাছ থেকে তা আদায় করতে সক্ষম। কারণ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ স্নেহের পাত্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হযরত শাহজালাল ও শাহপরানের (র.) স্মৃতিধন্য এ আধ্যাত্মিক নগরীর মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সঙ্গে আছেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে আছেন।

‘সিলেট সিটি করপোরেশনের সর্বস্তরের জনসাধারণ ঝড়, বৃষ্টি বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও আগামী বুধবার ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। ’

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান, এ মাটির সন্তান। মানুষের সেবার জন্যই রাজনীতিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা দিয়ে পাঠিয়েছেন। গত প্রায় এক মাসে আমি আপনাদের যে সাড়া পেয়েছি, তা এক কথায় অভাবনীয়। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আগামী বুধবার নির্বাচন। আমি জানি, ঝড়-বৃষ্টি বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে হলেও আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন।  

তিনি বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। নৌকাকে বিজয়ী করে আমাকে আপনাদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ চাইছি। আমি আশাবাদী, আপনারা আমাকে বঞ্চিত করবেন না।  

‘দীর্ঘ প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ আমার নির্বাচনী প্রচারণায় যারা ছিলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার যারা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’ 

এ সময় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ, আশফাক আহমদ, নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগে  সহ-সভাপতি বিজিত চৌধুরী, ফয়জুল আনোযার আলাউর, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।  

এছাড়া বক্তব্য দেন- তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ইঞ্জিনিয়ার শওকত আলী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলী, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এস জাকির, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি এস শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ, জেলা মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।