ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশন শেখ হাসিনার স্বার্থে নিজেকে বিপন্ন করেছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
নির্বাচন কমিশন শেখ হাসিনার স্বার্থে নিজেকে বিপন্ন করেছে: রিজভী সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস করে নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে নেওয়া নজিরবিহীন। সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। জয় নিশ্চিত করার জন্য কমিশনের ক্ষমতা খর্ব করেছে সরকার।  

তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতে কালাকানুন আইন তৈরি করেছেন। নির্বাচন কমিশন নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে।

বিএনপির এই নেতা বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য জাতীয় তামাশায় পরিণত হয়েছে। সরকারি নেতাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগে হাওয়ায় মিলিয়ে যায়।

তিনি, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, শেখ হাসিনার অধীনে নয়। সুতরাং প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা সূর্য পশ্চিম দিকে ওঠার শামিল।

নীলনকশার নির্বাচন করতে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করছে সরকারের আমলারা- এমন মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশ বিচিত্র দেশে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় শাসকগোষ্ঠীর নির্দেশে বিএনপি নেতাদের ওপর হামলা অব্যাহত রয়েছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
ইএসএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।