ঢাকা: আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।
তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকার সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে অর্থপাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী চিহিৃত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান করা হবে। গুমের শিকার বিরোধী দলীয় নেতাকর্মীদের ফেরত, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। গ্রেপ্তার আলেম ওলামাদের মুক্তি ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার (১২ জুলাই) বিকেলে নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সাংবাদিক সম্মেলনে একদফার আন্দোলনের কর্মসূচি ঘোষণাকালে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক মো. রাসেল সিকদার, ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিএ/জেএইচ