ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিদেশি প্রভু নয়, জনগণই প্রধানমন্ত্রীর একমাত্র শক্তি: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বিদেশি প্রভু নয়, জনগণই প্রধানমন্ত্রীর একমাত্র শক্তি: খাদ্যমন্ত্রী

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনো বিদেশি প্রভু নয়, দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তির মূল উৎস। তাই দেশের গণতন্ত্রকে আরও মজবুত করতে সংবিধানের বিধি অনুসারে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ জুলাই) বিকেলে নওগাঁর সাপাহারে মহিলা কলেজ প্রাঙ্গণে সাপাহার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তার মানে এটা নয় যে বিদেশিরা নির্বাচনে হস্তক্ষেপ করবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিধান নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে। কৃষক শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পান না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে, শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। সবাইকে জনগণের কাছে যেতে হবে। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে প্রচারের আহ্বান জানান তিনি।

সম্মেলনে যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজাহান হোসেন মণ্ডল বক্তব্য দেন।

সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।