ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায়সাহেব বাজারে পৌঁছেছে বিএনপির পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
রায়সাহেব বাজারে পৌঁছেছে বিএনপির পদযাত্রা ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি গাবতলী থেকে রায়সাহেব বাজারে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৬টায় বিএনপির ঢাকা মহানগরের মিছিলটি এসে পৌঁছায়।

এখানে সমাপনী একটি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে রায়সাহেব বাজার মোড়ের পূর্ব পাশের একটি রাস্তায় ভ্রমমাণ একটি ট্রাকে মঞ্চ সমাবেশ করা হবে।  

এদিন গাবতলী থেকে রওনা হয়ে সাড়ে ৬ঘণ্টায় বিএনপির পদযাত্রা পৌঁছাল রায়সাহেব বাজারে। বেলা সোয়া ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়। পৌনে ৬টার দিকে পথযাত্রার অগ্রভাগ বাজার মোড়ে পৌঁছায়। সেখানে সমাপনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।  

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালন করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের জ্যৈষ্ঠ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ সময় আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির অন্য নেতারা।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বিএনপির ঢাকা মহানগরের মিছিলের অগ্রভাগ এসে পৌঁছালে মঞ্চ তৈরি কাজ শুরু করা হয়।  

মূলত, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম মোটর সাইকেলে করে এসে পৌঁছালে এ মঞ্চ তৈরি কাজ শুরু করেন নেতা কর্মীরা। বাকি মিছিলটি তখনও দয়াগঞ্জ মোড়ে এসে পৌঁছেছিল মাত্র। এমনটাই জানা যায় মিছিলে থাকা নেতাদের কাছ থেকে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।