ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ বিভিন্ন স্পটে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
নারায়ণগঞ্জ বিভিন্ন স্পটে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল

নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একদফা দাবি আদায়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচীগুলোতে হাজার হাজার মানুষের ঢল নামতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে সাইনবোর্ড এলাকা পর্যন্ত পদযাত্রা করে জেলা বিএনপি।

বিশাল মিছিলসহ এ পদযাত্রা নজরকাড়ে মানুষের।

বিকেলে ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বিকেল ৫টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের খানপুর থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এ পদযাত্রায় ঢল নামে মানুষের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।  

তিনি বলেন, বাংলাদেশের ৩৯টি দল এ সরকারের পদত্যাগ দাবি করছে। বিভিন্ন দেশ যারা আমাদের উন্নয়ন সহযোগী দেশ, তারাও বলেছে আর ভোট চুরি চলবে না। আমাদের পাশের দেশ যারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগীতা করেছিল। আজ তারা বুঝেছে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলব আইনের শাসনে সহযোগীতা করুন। এবার মানবিক হন। এই আন্দোলনের বিরুদ্ধে আপনারা যাবেন না। এ আন্দোলন শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে।

 

তিনি বলেন, দাবি একটাই অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগ। পার্লামেন্ট ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন। এর আগে এই আন্দোলন বন্ধ হবে না। যারা ভোটচুরি করে এমপি হয়েছে সেই ভোট চোরদের উৎখাত করা আন্দোলনের লক্ষ্য। এই টাকা চোরদের আইনের আওতায় আনতে হবে।

এর আগে দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে চাষাঢ়া পর্যন্ত আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রাগুলোতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, দলের ৫টি নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআরপি/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।