ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ আ. লীগের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ আ. লীগের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও শহরজুড়ে নৈরাজ্যের কারণে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে জেলা আওয়ামী লীগ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি এমন তাণ্ডব চালিয়েছে বলে দাবী নেতাদের।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন নেতারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।   তারা বলেন, বিএনপি-জামাত ও চরমোনাই গুন্ডবাহিনীর হামলায় আহত নেতাকর্মীদের মধ্যে ১০-১২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ সময় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য দেন। তিনি বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিএনপির নৈরাজ্য ও পৌরসভার মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা থাকলে তারাও পার পাবে না। তিনি বিএনপির উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০জন আহত হন।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।