ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে আ.লীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
রাঙামাটিতে আ.লীগের বিক্ষোভ

রাঙামাটি: সারাদেশে বিএনপি কর্তৃক সন্ত্রাস, হামলা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।  

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সংসদ সদস্য দীপংকর তালুকদার সভাপতির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, হামলা করে নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করেছে। এসব হামলা কীভাবে মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগ ভালো জানে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

এর আগে এদিন সকালে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।