ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দুপক্ষে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়েছে।
আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে- এ বিষয়টি নিয়েই মূলত বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপি নেতাদের আগে সকালে সারাহ কুক সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। পরে বৈঠকের বিষয়ে তিনি সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন। বিকেলে বিএনপির পক্ষ থেকে বৈঠকের ব্যাপারে ব্রিফ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
টিএ/এমজে