ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব: ফয়জুল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব: ফয়জুল করিম

ঝালকাঠি: সংগ্রাম করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব বলে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।  

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঝালকাঠি চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। আওয়ামী লীগ সরকার চাইবে না যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হোক। তাই আমাদের সংগ্রাম করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করতে হবে। তারা এ চেয়ার ছেড়ে নামবে না। তারা চুরি ডাকাতির মজা পেয়েছে।

তিনি বলেন, দেশে ৫২ বছরে কেউ স্বচ্ছ নির্বাচন কমিশন উপহার দিতে পারেনি। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনকে সরকার অপকর্ম করার জন্য ওখানে বসিয়েছে। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ, তার পদত্যাগ করা উচিত।  দেশ, জাতি সবার জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এজন্য সবাইকে সংগ্রাম করতে হবে।  

তিনি আরও বলেন, বিদেশে যে টাকা পাচার হচ্ছে সেটা আমলাদের বেশি। কারণ, সরকার আমলাদের ঘুষ দেয়। সরকার যদি তাদের ঘুষ দেয় তাহলে দেশ কোথায় যাবে? আমাদের দেশে সব পণ্য পাওয়া যায়। তাহলে সব পণ্যের দাম বেশি হবে কেন? আমাদের দেশে আদা পাওয়া যায় না এমন তো না। তাহলে দাম এতো বেশি কেন? সয়াবিন তেল পাওয়া যায় না তা তো না, চিনি পাওয়া যায় না তা তো না, কাঁচা মরিচও উৎপাদন হয়, তাহলে এতো মূল্য বৃদ্ধি কেন? সব কিছুতেই তাদের সিন্ডিকেট।  

ঝালকাঠি জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহীম আল হাদীর সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোহাম্মদ আল আমিন, ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, জেলা যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মোখতার আহমেদ, সৈয়দ মো. খলিলুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।