ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

রাজনীতি

সমাবেশ থেকে ফেরার পথে হামলায় যুবলীগ কর্মী নিহত

সিনিয়র ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
সমাবেশ থেকে ফেরার পথে হামলায় যুবলীগ কর্মী নিহত নিহত আজাদ শেখ

খুলনা: তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় আজাদ শেখ (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

 

নড়াইলের কালিয়া উপজেলার ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশে নড়াইল-০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এই মিছিলে আসেন আজাদ শেখ। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হামলা করে। এ হামলায় আজাদ শেখ মারা যান। এছাড়াও জনি সরদার নামে অপর এক যুবলীগ কর্মী আহত হন। আহত জনি সরদার একই ইউনিয়নের আজিব সরদারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে তার মৃত্যু সংবাদে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছুটে যান নড়াইল-০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় নেতারা কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতারা।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ