ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্যা সুমন (২৮) ও বোয়ালমারী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদমান পাপ্পু (২০)।
শনিবার (২২ জুলাই) ভোরে বোয়ালমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাদের দু’জনকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এদিন জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যে সমাবেশকে কেন্দ্র করে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বোয়ালমারী উপজেলা ছাত্রদলের।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার হওয়া ওই ছাত্রদল নেতা বোয়ালমারীর একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারের পর তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বাংলানিউজকে বলেন, ফরিদপুরে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, এছাড়া যারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাদেরই শুধু গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস