ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি রাজনীতির মাঠ ছেড়ে বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত: সেলিম মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
বিএনপি রাজনীতির মাঠ ছেড়ে বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত: সেলিম মাহমুদ

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে একটি চক্র দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে। রাজনীতির মাঠ ছেড়ে গিয়ে বিএনপি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

এখন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তারা। এ অবস্থায় ছাত্রলীগ বসে থাকতে পারে না।

শনিবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিরোধে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুরক্ষার লক্ষ্যে কচুয়া ছাত্র-তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে এ বিশেষ সভার আয়োজন করা হয়।  

তিনি বলেন, জাতির পিতার মুক্তির সংগ্রামের অন্যান্য হাতিয়ারের মধ্যে ছাত্রলীগ ছিল অন্যতম। বাঙালি জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবার ছাত্রলীগকে জেগে উঠতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার।

উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, এম আখতার হোসাইন ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।