ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্তর্জাতিক ‘প্রেসক্রিপশনে’ বাংলাদেশের নির্বাচন হবে না: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
আন্তর্জাতিক ‘প্রেসক্রিপশনে’ বাংলাদেশের নির্বাচন হবে না: নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: কোনো আন্তর্জাতিক পরাশক্তির চাপে অথবা কারও কোনো ‘প্রেসক্রিপশনে’ বাংলাদেশের নির্বাচন হবে না বলে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।  

শনিবার (২২ জুলাই) মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২, শৈশব মেলা আন্তঃস্কুল ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানি দেওয়ার সাহস করে না। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে। স্বাধীন নিরপেক্ষ কমিশন নির্বাচন পরিচালনা করবে। অথচ বাংলাদেশে এক অস্থিরতা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ অংশ নেবে এবং তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই নির্বাচনে জনগণ নিশ্চয়ই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা আমাদের কারও কারও ভালো লাগে না। বিএনপি পদযাত্রা করে, ঘনঘন সমাবেশ করে। আর হুমকি ধামকি দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখে নানক বলেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকেন, বিশাল বিত্ত বৈভবের বিলাসী জীবন যাপন করেন। এতো অর্থ কোথা থেকে আসে? কি কাজ করেন? এই যে আপনাদের পদযাত্রা? এতো সমাবেশ করেন? বিভাগীয় মিটিং করেন সেই সেই টাকার উৎস কোথায় থেকে আসে? দেশের মানুষ জানতে চায়? লন্ডনে তারেক রহমান কি কাজ করেন? কোথা থেকে এত টাকার বিলাসী জীবন যাপন করেন? এটা দেশের মানুষ জানার অধিকার রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।