ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
‘বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল' চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, 'বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল ধারণা। দল টিকিয়ে রাখার জন্য আপনাদেরই (বিএনপি) নির্বাচনে আসতে হবে।

আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্তানের মুসলিম লীগের মতোই হবে। '

বুধবার (২৬ জুলাই) সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'বিদেশিরা যা বলেছে, সবাই যেটা চাচ্ছে, সাধারণ মানুষও যা চায় তা হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমরাও চাই একটি সুষ্ঠু, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে। '

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরও বলেন, 'এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগণ তখন বুঝে নাই। জনগণ যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেত না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। '

তিনি বলেন, 'এই দক্ষিণবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে তখন এই দক্ষিণবঙ্গ বন্ধ করে দেবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস আপনারা (বিএনপি) কেউ আর করবেন না। কারণ আজকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর সেই জায়গায় নেই। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী যদি রাস্তায় নামে তাহলে কোনো ষড়যন্ত্রকারী এই বাংলার মাটিতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। '

এসময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লাসহ অন্যরা।

পরে চিফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আই এইচ টি) এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ