ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকা: বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশ। তবে এখনো চূড়ান্ত হয়নি সমাবেশস্থল।

এ অবস্থায় সমাবেশের ভেন্যু ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বিকেল ৪টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি। তবে, প্রায় দেড় ঘণ্টা সাংবাদিকদের অপেক্ষা করানোর পর সংবাদ সম্মেলনটি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে মহাসমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠ পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল কোথায় সমাবেশ হবে বা এ বিষয়ে পরবর্তীতে কোনো সংবাদ সম্মেলন হবে কিনা সেটি পরে জানানো হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।  

অন্যদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।