ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উদ্বেগ-উৎকণ্ঠায় যেসব কর্মসূচি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
উদ্বেগ-উৎকণ্ঠায় যেসব কর্মসূচি আজ

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলন করছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এদিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শান্তি সমাবেশ করছে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে মহাসমাবেশ-সমাবেশ-অবস্থান কর্মসূচি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল। নিচের তালিকা থেকে জেনে নিন কোন দল কখন নিজেদের কর্মসূচি পালন করবে।

বিএনপি- যুগপৎ আন্দোলনে ঘোষিত ‘এক দফা’ শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃ প্রতিষ্ঠা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় অফিসের সামনে দুপুর ২টায় এটি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ- আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। শুক্রবার বিকেলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ করবে।

গণতন্ত্র মঞ্চ- যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল গণতন্ত্র মঞ্চ সমাবেশ করবে রাজধানীর মৎস্য ভবনের সামনে। বিকেল বেলা ৩ টায় এটি শুরু হবে।

গণঅধিকার পরিষদ- বিকেল তিনটার দিকে বিজয় নগর কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

১২ দলীয় জোট বিকেল তিনটার দিকে বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে।

পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে বেলা ১১ টার দিকে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা।

গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে বেলা ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছে।

গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টায় সমাবেশ করবে।

কাওরান বাজার এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় অফিসের সামনে বিকেল ৩ টায় সমাবেশ করবে এলডিপি।

গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ করবে।

বিজয় নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে সমাবেশ করবে লেবার পার্টি।

মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম। এটি শুরু হবে বিকেল ৩টার দিকে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাহবাগ মোড়ে বিকেল ৪ টায় সমাবেশ করবে।

জাতীয়তা সমমনা পেশাজীবী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা সমাবেশের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।