ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে মহাসমাবেশ করছে বিএনপি। শুক্রবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে শুরু হবে তাদের এ অনুষ্ঠান।
সকালে সমাবেশ স্থলে দেখা যায় বহু নেতাকর্মীকে। তাদের সঙ্গে কথাও হয় বাংলানিউজের। এ সময় জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন কর্মসূচিতে যোগ দিতে। উঠেছেন রাজধানীর বিভিন্ন জায়গায়। পল্টন, কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে, সেখানের সড়ক দখল করে মিছিল-স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মুখে একটাই কথা- শেখ হাসিনার পতন দাবি।
সাভার থেকে আসা বিএনপি কর্মী মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, আমরা শুক্রবার রাতে এখানে এসেছি। আজ আমাদের মহাসমাবেশ। আমাদের দাবী একটাই, সরকারের পদত্যাগ। অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয়, নিরেপক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে।
কাকরাইল এলাকায় কথা হয় গাজীপুর থেকে আসা আরেকজন কর্মীর সঙ্গে। সাইফুল ইসলাম নামে ওই কর্মী বাংলানিউজকে বলেন, আমাদের দফা এক, দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ।
এর আগে গত দুদিন সমাবেশ নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান নাকি গোলাপবাগে হবে- এ নিয়ে পুলিশ ও বিএনপির মধ্যে টানাপোড়েন তৈরি হয়। উচ্চ আদালতের আপত্তি থাকায় সোহরাওয়ার্দী উদ্যান এবং কর্মদিবসে জনভোগান্তির কারণ দেখিয়ে নয়াপল্টনে বৃহস্পতিবার সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। পরে বিএনপি একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সমাবেশ করার অনুমতি চায়। বিএনপির ঘোষণার পর আওয়ামী লীগও তাদের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার আগারগাঁওয়ে পুরনো বাণিজ্যমেলা মাঠে করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, তাদের সমাবেশ হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এর কয়েক ঘণ্টা পর পুলিশও বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়।
এর আগে গত ১২ জুলাই সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠে নামে বিএনপি। এরই মধ্যে এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে দুদিন পদযাত্রা করে দলটি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমকে/এমজে