ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াবাজার মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
নয়াবাজার মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

ঢাকা: রাজধানীর প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচির কারণে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

শনিবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি শুরু করে দলটির নেতাকর্মীরা।

অন্যান্য স্পটের মতো নয়াবাজার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচির কথা থাকলেও তারা পরিবর্তন করে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয়।  

সরেজমিনে দেখা গেছে, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আশেপাশে বিএনপির কাউকে দেখা যায়নি। যুবলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে অবস্থান করছেন।

অপরদিকে ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।

পুলিশের এডিসি মিনহাজ উদ্দিন বলেন, কিছুক্ষণ আগে আমরা এখানে অবস্থান নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার দাবিতে ঢাকার ১২টি প্রবেশপথে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি দিয়েছে বিএনপি। একইসঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে চলছে শান্তি সমাবেশ।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসকেবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।