নেত্রকোনা: নানা আয়োজনে নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অতিথিদের স্বাগত জানিয়ে থিম সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান লিটু ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য দেন- নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খান অভ্র।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।
নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে ২০১৫ সালে। প্রায় আট বছরের মাথায় আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এর আগে, জেলার ১০টি উপজেলাসহ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসআরএস