ঢাকা: বৃষ্টি শেষ হওয়ার পর শুরু হয়েছে বিএনপির জনসমাবেশ। সোমবার (৩১ জুলাই) দুপুর ২ টা ৪০ মিনিটে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন গেটের পাশে অনুষ্ঠানটি শুরু হয়।
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ-হামলা, নির্যাতন ও পাইকারি হারে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে জনসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সে ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির এ জনসমাবেশ।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় কমিটির সদস্যরা। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
জনসমাবেশ শুরুর আগে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও দলটির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জনসভায় এসেছেন। শান্তিপূর্ণভাবে তারা জনসমাবেশ করবেন বলে জানিয়েছেন। সমাবেশে আগত নেতাকর্মী-সমর্থকদের মধ্যে উৎফুল্লভাব দেখা গেছে। দলে দলে আসার সময় প্রতিটি স্তরের নেতাকর্মীদের মুখে সরকার বিরোধী স্লোগান শোনা গেছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
ইএসএস/এমজে