ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়েতের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়েতের আবেদন

ঢাকা: আগামী ৪ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর ডিএমপি সদরদপ্তরের সামনে জামায়াতের আইনজীবী প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বায়তুল মোকাররম উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেজন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। তারা আমাদের আশ্বস্ত করলেও শেষে অনুমতি দেয়নি। জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল। সেজন্য নতুন করে আগামী ৪ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

এবার বায়তুল মোকাররমের বদলে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ৪ আগস্টের সমাবেশ কর্মসূচির জন্য সার্বিক সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে আবেদন করা হয়েছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, আজ কর্ম ব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে দুপুর আড়াইটার দিকে সমাবেশ করতে চায় জামায়াত। তারাও শুক্রবার কর্মসূচির ব্যাপারে পজিটিভ। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে। তারা আমাদের জানাবেন বলে জানিয়েছেন।

জামায়াতের আবেদনটি ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সৈয়দ মামুন মোস্তফা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।