ঢাকা: জাকের পার্টি পরমত সহিষ্ণুতা ও স্থিতিশীল রাজনীতির বিকাশ চায় বলে বলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার।
রোববার (০৬ আগস্ট) দুপুরে যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর-বশুন্দিয়া ইউনিয়ন) কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
জাকের পার্টির মহাসচিব বলেন, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি জাকের পার্টি অতীতে দেয় নি, এখনও দেবে না; যা জনগণের ভোগান্তি ডেকে আনে। অশান্তি, অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি করে। অযথা দুঃখ কষ্টে নিপতিত হয় সাধারণ জনগণ।
তিনি বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চান। হানাহানি নয়, পরমত সহিষ্ণুতা ও স্থিতিশীল রাজনীতির বিকাশ চান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক ও পারিবারিক জীবনে আজ নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়, সামাজিক সুবিচার লঙ্ঘিত, ব্যক্তিস্বার্থের জন্য এক শ্রেণীর মানুষের উন্মত্ততা কেড়ে নিচ্ছে স্বাভাবিক জীবন ব্যবস্থার সব শান্তি। এ অবস্থা মেনে নেওয়া যায় না।
শামীম হায়দার বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের নামে আর যেন দুর্ভোগে না পড়ে মানুষ। সুবিচার সবার জন্যই নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থায় সবার সমান অধিকার নিশ্চিত না হলে, তা কল্যাণকর হতে পারে না।
কাউন্সিলে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জাকের পার্টি সভাপতি লিটন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন, কৃষক মহীউদ্দীন, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, বিপ্লব বনিক, রশিদ হাওলাদার, হাফেজ কাওসার প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন থেকে দেশব্যাপী সংসদীয় আসনভিত্তিক কাউন্সিল শুরু করেছে জাকের পার্টি। সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ৩০০ আসনেই কাউন্সিল করবে জাকের পার্টি।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসআইএ