ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বন্যার্তদের জন্য সরকারের তৎপরতার ‘অভাব’ নিয়ে মান্নার উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
বন্যার্তদের জন্য সরকারের তৎপরতার ‘অভাব’ নিয়ে মান্নার উদ্বেগ মাহমুদুর রহমান মান্না

ঢাকা: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের চরম ভোগান্তির সময়ে সরকারি সংস্থাগুলোর কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবর এবং ছবিতে দেশের বিভিন্ন স্থানে বানভাসি মানুষের সীমাহীন দুর্ভোগের চিত্র দেখা যাচ্ছে। অথচ সরকারের যেন কোনো মাথাব্যথাই নেই। অবশ্য জনবিচ্ছিন্ন এই সরকারের কাছে তা আশাও করা যায় না। অথচ দুর্যোগের সময় এই হতভাগা মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় এবং তাতে একজন প্রতিমন্ত্রীও আছেন।

বন্যাপীড়িত অসহায় মানুষের দুর্ভোগের সময় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারকে অবিলম্বে এই বিপদ থেকে অসহায় মানুষদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা শুরু করার দাবি জানান ডাকসুর এই সাবেক দুবার নির্বাচিত ভিপি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা,আগস্ট ১০, ২০২৩
এমকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।