ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রনেতাদের দেখানো অস্ত্র গোয়েন্দা পুলিশের: রিজভী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ছাত্রনেতাদের দেখানো অস্ত্র গোয়েন্দা পুলিশের: রিজভী 

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পৌনে ১২টায় রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘সামনে নির্বাচন নিয়ে তারা নানা চক্রান্ত করছে। নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। তাদের পেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।  

বিএনপির ছাত্রনেতাদের অস্ত্রসহ আটকের ঘটনাকে নাটক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এসব গোয়েন্দা পুলিশের অস্ত্র। তারা বিভিন্নভাবে এসব অস্ত্র মজুদ করে এই নাটকগুলো সাজাচ্ছে। তাদের এই সাজানো নাটকের উদ্দেশ্য জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা। জনগণকে তারা দেখাতে চায়, বিএনপির ছাত্রসংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে।  

তিনি বলেন, এটা তারা আগেও করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন আর এগুলো বিশ্বাস করে না। এদের গুম-খুন বিচার-বহির্ভূত হত্যা, একের পর এক মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে প্রমাণিত যে এটি গণবিরোধী সরকার।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।