ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিতে হবে’

বাগেরহাট: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। এজন্য সব নেতাকর্মীকে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা উপজেলার নলবুনিয়া মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, গত সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে। দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে বর্তমান সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।  

শরণখোলা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, শরণখোলা উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আ.লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন ও শাহজাহান।

এ সভায় শরণখোলা ও মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা অংশ নেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য আয়োজিত এই সভায়, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।