ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব আঘাত শক্ত হাতে মোকাবিলা করবে আ. লীগ: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
সব আঘাত শক্ত হাতে মোকাবিলা করবে আ. লীগ: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, 'একটি চক্র দেশের নির্বাচনকে বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। কোনো অবস্থাতেই দেশের মানুষ তা মেনে নেবে না।

যতবড় অপশক্তির আঘাত আসুক, তা শক্ত হাতে মোকাবেলা করবে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, 'আন্দোলনের নামে বিএনপি যদি একজন মানুষকেও হত্যা করে তাহলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলার রাজৈরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তার সুষ্ঠু ব্যবস্থা করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত অবসরপ্রাপ্ত লোকদের দলে যোগ করিয়ে কিলিং এজেন্ট নিয়োগ দিয়েছে। আগামী দিনে মানুষকে হত্যা করার জন্য অস্ত্র, গোলাবারুদ ও বোমা সংগ্রহ করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। '

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশিদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।