ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

তুরস্কের একে পার্টির সম্মেলনে যাচ্ছেন আ.লীগের গোলাপ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
তুরস্কের একে পার্টির সম্মেলনে যাচ্ছেন আ.লীগের গোলাপ

ঢাকা: তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) গ্রান্ড কংগ্রেস আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। দলটির আমন্ত্রণে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আগামী ৭ অক্টোবর তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) গ্রান্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। একে পার্টির আমন্ত্রণে ওই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। তিনি গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।