ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাভার (ঢাকা): ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে গাজায় শিশু-নারীসহ গণহত্যা বন্ধ করে যুদ্ধ বিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা জাকের পার্টি ও মুসুল্লিরা।  

শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজ শেষে সাভার উপজেলা মসজিদ থেকে মডেল মসজিদে এসে মিছিলটি শেষ হয়।

সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্মন নির্যাতন অবিলম্বে বন্ধে সারাদেশে আমাদের দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি সামছুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদসহ জাকের পার্টির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ মুসুল্লিরা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩ 
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।