ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। অনুমতি ছাড়াই এখানে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াত।
সমাবেশস্থলে জড়ো হওয়ার চেষ্টায় বেলা ১০টার সময় সন্দেহভাজন এক জামায়াত সমর্থককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার নাম এস এম মিজানুর রহমান। কেন তিনি এখানে এসেছিলেন, এমন প্রশ্নের জবাবে মিজানুর বলেন, ‘আমি নেতা নই। তবে পরিস্থিতি দেখতে এসেছি। আমি জামায়াতের সমর্থক। ’
শাপলা চত্বর এলাকা ঘুরে দেখা গেছে, এখানে কয়েক স্তরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, সমাবেশ নিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’
জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই। ’
পুলিশ অনুমতি না দিলেও দুপুর ২টায় জামায়াতের পূর্বঘোষিত সমাবেশ হওয়ার কথা রয়েছে৷ সমাবেশকে কেন্দ্র করে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে৷ এলাকায় এই মুহূর্তে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমকে/এইচএ/